কালিয়া তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মাট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

0
46

মোঃ বাবলু মল্লিক, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শুরু হয়।
মেলার প্রথমদিনে উপজেলা চত্বর থেকে কৃষি অফিস পর্যন্ত র‌্যালি অনুষ্ঠিত এবং উপজেলার কৃষি অফিসে কৃষি পণ্য ও সেবার ১২টি বিভিন্ন ধরনের স্টলে প্রদর্শনী হয়।
ইউএনও মো: রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল কৃষিবিদ মো: জসীম উদ্দীন। প্রকল্প উপস্থাপনায় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তি প্রকল্পের খুলনা অঞ্চলের পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার দিনাশ্রী বিশ্বাস।
এসময় আরও উপস্থিত ছিলেন, কৃষি অফিসার ইভা মল্লিক, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ , উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. আবুল হাসানসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও কৃষকগন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here