রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ২য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১০নং নারায়নপুর ইউনিয়নকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে চৌগাছা পৌরসভা।
উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এ খেলা শুরুর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম। এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, এ্যাডভোকেট আলীবুদ্দিন খান, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, সম্পাদক আব্দুল হালিম চঞ্চল প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলার সর্বস্তরের জনসাধারন, শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ খেলা উপভোগ করেন।