মোংলা প্রতিনিধি : মোংলা সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ সোহাগ সহ দুই জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে আওয়ামী দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে মোংলা উপজেলার চাদঁপাই ইউনিয়নের মাল গাঁজী বুড়ির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে সেখার তাদের অবস্থা অবনতি ঘটলে রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১ টার দিকে নিজের চিংড়ি ঘের থেকে বাড়ি ফিরছিলেন মোংলা সরকারী কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ সোহাগ। বাড়ির কাছেই একটি দোকান পর্যন্ত পৌছালে পুর্ব থেকে ওৎ পেতে থাকা স্থানীয় যুবলীগ নেতা হাসান মাঝি, দেলওয়ার মাঝি, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি রাহার ইজারাদার, জামাল মল্লিক, মো: বেলায়েত ও শফিকুল সহ ১৫/২০ জনের একটি সন্ত্রাসী দল তাঁর উপর আতর্কিত হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে সহযোগী বিএনপি কর্মী আ: রহিম এগিয়ে আসলে তাদের দু’জনকেই কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। এসময়ে তাদের ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তাদের অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনা নিয়ে এলাকায় বিএনপি নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে সম্প্রতি বেশ কয়েকটি সহিংস তার ঘটনা ঘটেছে। তা নিয়ে এলকার সাধারণ মানুষের মাঝে নতুন করে আতংক দেখা দিয়েছে। এলাকার হিন্দু ও খ্রীষ্টীয়ান সম্প্রদয়ের মানুষ ঘর থেকে বের হতে পারছে না। তারা প্রশাসনের দৃষ্টি আকার্ষন করছে, যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারে।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, মাল গাজি এলাকায় সাবেক কলেজ ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে এমন খবর পাওয়া মাত্রই পুলিশ নিয়ে সেখানে যাওয়া হযেছে এবং দ্রুত তাদের চিকিৎসার জন্য সহযোগীতা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি, অভিযোগ হাতে পেল ব্যাবস্থা নেয়া হবে।















