বেনাপোলে ফের ফল আমদানি শুরু

0
156

উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর) : দুদিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আবার ফল আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)বেলা ১১টা থেকে পুনরায় ফল আমদানি শুরু হয়। দেড় ঘণ্টায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে ৪০ ট্রাক বিভিন্ন ধরনের ফল বেনাপোল বন্দরে আমদানি করা হয়েছে।
এরআগে অতিরিক্ত শুল্ক আরোপের কারণে বেনাপোলসহ সারাদেশের শুল্ক স্টেশন দিয়ে দুদিন (মঙ্গল ও বুধবার) ফল আমদানি বন্ধ ছিল।
কাস্টমস কর্তৃপক্ষ আগে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আদায় করতো। এতে কেজিপ্রতি সরকারকে রাজস্ব দিতে হতো ১০১ টাকা। গত ৯ জানুয়ারি নতুন এক নির্দেশনায় ফল আমদানির ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশ নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। সেক্ষেত্রে কেজিপ্রতি শুল্ককর ১৫ টাকা বেড়ে দাঁড়ায় ১১৬ টাকা।
বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, বেনাপোল বন্দর দিয়ে গত দুদিন আমদানি বন্ধ থাকায় দেশের বাজারগুলোতে ফলের দাম কয়েকগুণ বেড়েছে। মূল্যবৃদ্ধি রোধ এবং ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে ব্যবসায়ীরা আবার ফল আমদানির সিদ্ধান্ত নিয়েছেন।
তবে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না করলে অনির্দিষ্টকালের জন্য দেশের সব শুল্ক স্টেশন দিয়ে ফল আমদানি বন্ধ রাখা হবে বলেও জানান তিনি।
বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসান জানান, দেড় ঘণ্টা ৪০ ট্রাক বিভিন্ন ধরনের ফল বেনাপোল বন্দরে আমদানি হয়েছে। এসব চালান দ্রুত ছাড়করণে সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here