যশোরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

0
29

নিজস্ব প্রতিবেদক : যশোরে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক
জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খাদ্য
মন্ত্রণালয়ের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায়
যশোর জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে যশোর ক্লাবে এ কর্মশালা
অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত
সচিব জাকারিয়া। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল
হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, খাদ্য মন্ত্রণালয়ের
যুগ্মসচিব সোহেলুর রহমান খান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য
(যুগ্মসচিব) মাহমুদুল কবীর মুরাদ ও সিভিল সার্জনের প্রতিনিধি ডা.
রেহেনেওয়াজ, প্রেসক্লঅব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ
আরো অনেকে।
স্বাগত বক্তব্য দেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যশোরের উপপরিচালক আবদুর রহমান।
মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ
প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট আইয়ুব হোসেন।
উন্মুক্ত আলোচনা করেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপপরিচালক শহিদুল
ইসলাম, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, যশোর
জেলা রেস্টুরেন্ট মালিক সমিতির সেক্রেটারি দেলোয়ার হোসেন দিলশান
প্রমুখ।
সঞ্চালনা করেন শিক্ষক আহসান হাবীব পারভেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here