যশোরে জেলা পযার্য়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পযার্লোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত

0
199

প্রেস বিজ্ঞপ্তি : যশোর জেলায় জেলা পযার্য়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পযার্লোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় ।
দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি এবং যৌথ অথার্য়নে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে সক্রিয় করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভার প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। সভাপ‌তিত্ব ক‌রেন জেলা প্রশাসকের কার্যাল‌য়ের উপ-প‌রিচালক,ও স্থানীয় সরকার মোঃ র‌ফিকুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা খান মাসুম বিল্লাহ, ও সিনিয়র সহকারী কমিশনার আকলিমা আক্তার।
সভার মূল উদ্দ্যেশ্য হলো জেলার গ্রাম আদালতের অগ্রগতির তথ্য উপস্থাপন করা, গ্রাম আদালত পরিচালনার সমস্যাগুলো চিহ্নিত করা এবং সমস্যা সমাধানের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সক্রিয় করা এবং গ্রামীণ জনগের বিচারিক সুবিধা নিশ্চিত করা। তিনি আরও বলেন, গ্রাম আদালত সকিয়করণে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকতার্দের ভূমিকা অনেক বেশি।
সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পযার্য় প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার এ্যাড মহিতোষ কুমার রায়, প্রকল্প পরিচিতি, প্রকল্পের অগ্রগতি ও বিগত ১১ মাসের (ফেব্রু-ডিসে ২০২৪) জেলার গ্রাম আদালতের মামলার তথ্যচিত্র তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বলেন,গ্রাম আদালত একটি আইনগত বিচার প্রক্রিয়া। আইন সম্পর্কে আপনাদের চচার্ করতে হবে এবং চেয়ারম্যানরা যাতে আইনানুযায়ী নিরপেক্ষভাবে বিচার করে সে বিষয়ে পরামর্শ দিতে হবে।
সভায় উপস্থিত ছিলেন যশোর জেলার ৪ উপজেলার (কেশবপুর, ঝিকরগাছা, চৌগাছা ও শাশার্) ৪৪ টি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা।
সভায় বলা হয়, প্রকল্প শুরুর পর ফেব্রুয়া‌রি ২০২৪- ডিসেম্বর ২০২৪ পর্যন্ত যশোর জেলায় গ্রাম আদাল‌তে মামলা দা‌য়ের হয় ১৫৬৮ টি। এর মধ্যে সরাস‌রি ইউনিয়ন প‌রিষদে দা‌য়ের হয় ১৩৪৮ টি এবং জেলা আদালত থে‌কে পাঠা‌নো হয় ২২০টি। এর ম‌ধ্যে দেওয়া‌নি ৮১২টি ও ফৌজদা‌রি ৭৫৬ টি। দা‌য়েরকৃত মামলার ম‌ধ্যে আবেদনকারী পুরুষ ১১১৪ (৭১.১০%) এবং নারী ৪৫৪ (২৮.৯০%) জন। নিষ্প‌ত্তিকৃত মামলার সংখ্যা ১৪৯১ টি (৯৫.০৯%)। মোট ক্ষতিপূরণ আদায় ১,৯৬,৫৬,১২০.০০ টাকা যা ক্ষতিগ্রস্থ পক্ষকে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here