স্টাফ রিপোর্টার : যশোরের কেশবপুরে দেশ বদলে দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘আপনার
চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে শহরের
ত্রিমোহিনী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেশবপুরের উদ্যোগে সড়কের চলাচলকারী
পথচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে ওই লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের ছাত্র প্রতিনিধি
মাসফি চৌধুরী অরিন, সম্রাট হোসেন, এস কে শাওন, জামিল, তাহসিন আহসান,
রাসেল সূর্য, ইব্রাহিম হোসেন, শাহেদ, আনোয়ার হোসেন, প্রিন্স মাহমুদ, প্রেমা
আক্তার, সাদিয়া তাসনিম, আফরিন আক্তার, সাকিব, তানভীর রাহাত, মাহফুজ ইমন,
আব্দুল্লাহ আল মামুন, সাকিব খান, রাসেল গাজী, ইমরান গাজী প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের ছাত্র প্রতিনিধি মাসফি চৌধুরী অরিন
বলেন, দেশকে বদলে দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করে-
কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে, নতুন রাজনৈতিক দল গঠিত হলে দলের নাম,
মার্কা, দলের কাছে আপনার প্রত্যাশাসহ বিভিন্ন বিষয়ে মতামত নেওয়া হচ্ছে।
বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আমরা
সকলে ঐক্যবদ্ধভাবে গড়বো আগামীর বৈষম্যহীন বাংলাদেশ।















