ঝিকরগাছায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যু

0
195

বিল্লাল হুসাইন।।যশোরের ঝিকরগাছায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিহত সুরাইয়া (২) ও সুমাইয়া (৩) ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আপন দুই সহোদর ইউসুফ ও ইয়ামিনের কন্যা বলে জানা যায়। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে সুমাইয়া ও সুরাইয়া তাদের দাদা, দাদী ও মায়ের সাথে পুকুরে মাছ ধরতে যায়। তারা পুকুরের পাড়ে দাঁড়িয়ে ছিল। কিন্তু কিছুক্ষণ পরে তাদেরকে দেখতে না পেয়ে খুঁজতে থাকে দাদা-দাদী ও মা। কিছু সময় পরে তাদের দুই বোনের লাশ পাশের পুকুরে ভেসে থাকতে দেখা যায়।একই পরিবারের দুই শিশুর করুণ মৃত্যুতে এলাকাযর জনমনে শোকের ছায়া নেমে এসেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশু দুটির মরদেহ তাদের বাড়িতে রাখা আছে। অন্যদিকে তাদের প্রবাসী পিতা দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here