শার্শায় দেড় কোটি টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২

0
154

শহিদুল ইসলাম।। যশেরের নাভারন থেকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহন থেকে এক কোটি ৫৭ লাখ ২১ হাজার ৫শ‘ টাকা মূল্যের ৭০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শনিবার (২২ ফেব্রæয়ারি ৫টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হামদান পরিবহনের একটি বাস তল্লাশী করে এসব অলংকার উদ্ধার করা হয়।
আটক দুইজন হলেন, যশোরের শার্শা থানার বাগআঁচড়ার বাগুড়ি গ্রামের মৃত কাসেম আলীর ছেলে জাহাঙ্গীর কবির লিটু (৪৮) ও একই এলাকার জাহাঙ্গীর কবির লিটুনের ছেলে মেহেদী হাসান (২৫)।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ৫টার দিকে শার্শার নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় যশোর বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী হামদান পরিবহনের (যশোর-ব-১১-০২৬৬) একটি বাস তল্লাশী করে জাহাঙ্গীর কবির লিটু ও মেহেদী হাসানকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগের মধ্য হতে স্কচটেপ দ্বারা মোড়ানো ছোট বড় ৭১ টি প্যাকেটে ভারতীয় বিভিন্ন প্রকারের রুপার অলংকর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৭০ কেজি ৫০০ গ্রাম রুপার অলংকারের বাজার মূল্য এক কোটি ৫৭ লাখ ২১ হাজার ৫০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা রুপার অলংকারগুলো ভারত হতে বাংলাদেশে পাচার করে নিয়ে এসেছে বলে স্বীকার করেন।
আটককৃত আসামী দুইজনকে শার্শা থানায় মামলা দায়ের এর মাধ্যমে শার্শা থানায় এবং ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার যশোর ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই দুই কর্মকর্তা।
তারা আরো জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, রুপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here