যশোর কালেক্টরেটে স্থানীয় সরকার দিবস পালিত

0
207

যশোর অফিস : ব্যানার, ফেস্টুন ও বেলুন উড়িয়ে যশোরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। যশোরের ঐতিহ্যবাহী কালেক্টরেট চত্বরে দিবসটির শুভ উদ্বোধন ঘোষনা করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।এসময় যশোরে স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল হাসান, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান,প্রশাসনিক কর্মকর্তা এস এম শাহিন,এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহাবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ,এনডিসি মাহির দেয়ান আমিনসহ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধিনস্থ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে জেলঅ প্রশাসকের নেতৃত্বে একটি র‍্যালী কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে। পরে দিবসটি স্মরণে কালেক্টরেট অমিত্রাক্ষর সভা কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ডিডিএলজি ও যশোর পৌর সভার প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দেশ ও জাতির কল্যাণে বিভিন্ন স্তরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীদের করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সভার বক্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here