যশোরে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামী আন্দোলনের মিছিল

0
242

যশোর অফিস : ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিলের কর্মসূচি পালন করছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য স্বাগত মিছিলে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় মিছিলটি শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এবং দড়াটানা মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল হালিম বক্তব্য রাখেন। মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সবার প্রতি আহ্বান জানান।
এসময় মাহে রমজান উপলক্ষে সিনেমা হল বন্ধ রাখা, অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করা, হোটেল-রেস্তোরাঁ নিয়ন্ত্রিত রাখা ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তারা রমজানের পবিত্রতা রক্ষায় সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান।
উক্ত মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here