বাগআঁচড়ায় ভ্রাম্যমাণ আদালতের হানা, জরিমানা আদায়

0
137

শহিদুল ইসলাম।। শার্শার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা সহ ব্যবসায়ীদের মাঝে সচেতনতা মুলক প্রচারণা চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার বেলা ১২ টার সময় এ ভ্রাম্যমাণ আদালত আদালত পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্টেট শওকত মেহেদী সেতু।
এসময় দোকানে দ্রব্যমূল্যের তালিকা না রাখা এবং অতিরিক্ত দ্রব্যমূল্য ধার্যে বাগআঁচড়া বাজারের মেসার্স আনোয়ার স্টোরকে ২ হাজার টাকা,কলাম স্টোরকে ১ হাজার টাকা,সাত্তার স্টোরকে ১ হাজার টাকা ও
তাজমুল স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত এ ৪ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪টি মামলায় ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।সাথে সাথে বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য বেশী দামে দ্রব্য বিক্রি না করতে সচেতনতা মুলক প্রচারণা চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্টেট শওকত মেহেদী সেতু জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান,সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here