বেনাপোলে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

0
119

যশোর অফিস : যশোরের বেনাপোলের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা এক কোটি ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করার কথা জানিয়েছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বুধবার এসব পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ চোরাকারবারীদের আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
মঙ্গলবার রাতে বেনাপোল আইসিপি,বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং শিকারপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্যচালান জব্দ করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী।
আটক পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাদক ফেনসিডিল,পাতার বিড়ি,পান মসলা,শাড়ী, মোটর পার্টস, কিটক্যাট চকলেট,কসমেটিক্স সামগ্রী এবং অবৈধ পলিথিনসহ একটি ট্রাক।
বিজিবি কর্মকর্তা জানান শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে নিয়ে আসছিলেন চোরাকারবারীরা।এতে করে সরকার যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে তেমনি দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। চোরাকারবারীদের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
মঙ্গলবার রাতে জব্দকৃত পণ্যের মূল্য প্রায় এক কোটি ৫ লাখ টাকা। এসব চোরাই পণ্য বেনাপোল কাস্টমসের শুল্ক গুদামে জমা করা হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here