পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধার ও অবৈধ দখলের প্রতিবাদ। # ৭ মাস ধরে স্ত্রী ও ২ সন্তান নিয়ে বাড়ী ছাড়া এক পরিবার।

0
134

যশোর প্রতিনিধি: যশোরে পৈত্রিক সম্পত্তি ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে যশোর প্রেস ক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান, যশোরের ঝিকরগাছা উপজেলার বামনালী গ্রামের মীর ফকির আলীর ছেলে মীর মুছা।
সংবাদ সম্মেলনে তিনি ন্যায় বিচার দাবি করে বলেন, দীর্ঘ ২৪ বছর যাবত ঝিকরগাছা থানাধীন ৭৪ নং বামনালী মৌজার এস এ খতিয়ান নং- ৪৬৩, এর ৩১৩ আর এস খতিয়ানের ১৩৭১ আর এস দাগের ৬০ শতক ও ৫১৯ আর এস খতিয়ানের ৫৭৭ আর এস দাগের ১.১৫ একর আমাদের পৈত্রিক সম্পত্তি ও ক্রয়কৃত সম্পত্তি ভোগদখল ও পরিবার নিয়ে বসবাস করছি। কিন্তু ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর চাচাতো ভাই মীর মনিরুজ্জামান মকবুল হোসেন, মীর মোশারফ হোসেন, মীর মারুফ হোসেন ,জনি, নাহিদ, রিন্টুসহ ৮ থেকে ১০ জন তাদের পৈত্রিক ও ক্রয়কৃত জমি ও বসত বাড়ী দখল, মালামাল লুট করে নেয় এবং ২ লক্ষাধিক টাকা মূল্যের গাছ কর্তন করে বিক্রি করে দেয় এবং বাড়ী থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। ৭ মাস ধরে স্ত্রী ও ২ সন্তান নিয়ে বাড়ী ছাড়া রয়েছে তারা।
তিনি ওই দখলের সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দ্রুত যাতে তার পৈত্রিক সম্পতির দখল ফিরে পান তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here