নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের
বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরর প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর যুবদল, ছাত্রদল,
স্বেচ্ছাসেবক দলের আয়োজনে নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে এ
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে নওয়াপাড়া রেলস্টেশন বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন,
বিএনপি নেতা ও নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির
নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান জনি, পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের
সাধারণ সম্পাদক জহির উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, গত ৫ মার্চ বিকালে নওয়াপাড়া কাঁচাবাজারে সন্ত্রাসী হামলায়
যুবনেতা ইনাম গাজী আহত হন। এ ঘটনার পর ৯ মার্চ ইনাম গাজী বাদি হয়ে
নওয়াপাড়া পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আকরাম আক্তার কুরাইশি পাপ্পু, পৌর ৬
নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট হোসেন বাবু, পৌর
ছাত্রদলের সাবেক সহ সভাপতি সুমন সরদার, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল
বিশ্বাস, কবীর, তপুসহ ১০ জনের বিরুদ্ধে অভয়নগর থানায় একটি মামলা দায়ের
করেন। ওই মামলা দায়েরের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
Home
যশোর স্পেশাল মিথ্যা মামলা দায়ের’র প্রতিবাদ অভয়নগরে যুব, ছাত্র ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল