শত্রুতার বলি শিক্ষকের ১০০টি কলাগাছ

0
216

খাজুরা (যশোর) প্রতিনিধি : বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নে সিরাজুল ইসলাম নামে এক শিক্ষকের ১০০টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে তার অর্ধলাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনাটি ঘটেছে স্থানীয় তৈলকুপ মাঠে। এ বিষয়ে ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন।
সিরাজুল ইসলাম জানান, তিনি তৈলকুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আড়াই বিঘা জমিতে ১৫০টি কলাগাছ লাগিয়েছিলেন। প্রতিটি গাছে কলাও ধরেছিল। ১০-১৫ দিন পর এগুলো কাটার উপযোগী হতো। গত ৫ মার্চ দিবাগত রাতে দুর্বৃত্তরা কলাসহ ১০০টি গাছ কেটে ফেলে। এতে তার অর্ধলাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন জমির মালিক সিরাজুল ইসলাম।
তিনি বলেন, ‘জানামতে কারও সঙ্গে শত্রুতা নেই আমার। যদি অজান্তে থেকেও থাকে, তাহলে কলাগাছের সঙ্গে তা কেন মেটালো?’
৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সিরাজুল ইসলামের কলাবাগানে গিয়েছিলেন। রাতের আঁধারে কে বা কারা কলাসহ ১০০টি গাছ কেটে সাবাড় করে দিয়েছে। এ বিষয়ে তাকে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে খাজুরা পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন। তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here