যবিপ্রবিতে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া অনুষ্ঠিত

0
15

সংবাদ বিজ্ঞপ্তি : বহুতল ভবনে আগুন ধরা, সাইরেন বাজিয়ে জরুরী মূহুর্তে সবাইকে নিরাপদভাবে বের করা, ফায়ার সার্ভিস আসার পর দ্রুত আগুন নিভানো, বহুতল ভবনে আটকে যাওয়া মানুষকে নিরাপদে বাইরে নিয়ে আসাসহ জরুরীভাবে অসুস্থদের হাসপাতালে প্রেরণ সব কিছু সরাসরি মহড়ার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের প্রশিক্ষণ দিলো যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
আজ বুধবার সকাল ১১ টায় যবিপ্রবির মুন্সী মেহেরুল্লাহ হল প্রাঙ্গণে এই অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া পরিচালনা করেন যশোরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ। তিনি বলেন সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় আগুন লেগে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। এজন্য আমাদের এসব গুরুত্বপূর্ণ মূহুর্ত কিভাবে মোকাবেলা করতে হবে এই প্রশিক্ষণ থেকে আপনারা সরাসরি জানতে পারবেন। মহড়ার অংশ হিসেবে বহুতল ভবনে আগুন ধরলে সাইরেন বাজিয়ে জরুরী মূহুর্তে কিভাবে সবাইকে নিরাপদভাবে বের করতে হবে, ফায়ার সার্ভিস আসার পর দ্রুত আগুন নিভানো, বহুতল ভবনে আটকে যাওয়া মানুষকে নিরাপদে বাইরে নিয়ে আসা, ক্ষতিগ্রস্থদের জরুরীভাবে অসুস্থদের হাসপাতালে প্রেরণ, গ্যাস সিলিন্ডারে আগুন ধরলে কিভাবে নিভাতে হবে সব বিষয়ে নিবিড়ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। মহড়ায় উপস্থিত ছিলেন যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার, পরিকল্পনা উন্নয়ন ও পূর্ত দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মোকলেছুর রহমান, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, উপ-প্রধান প্রকৌশলী মো. নাজমুস সাকিব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রকৌশলী মিজানুর রহমান, পরিকল্পনা উন্নয়ন ও পূর্ত দপ্তরের সহকারী পরিচালক কুতুব উদ্দিন চিশতী, প্লানিং কর্মকর্তা আবু হেনা জুনাইদ ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here