যশোরে চাঁদ এগ্রো লিমিটেড ডিপো থেকে দুঃসাহসিক চুরির ঘটনায় ডিবি পুলিশের হাতে আটক ২

0
33

শহিদ জয় যশোর : যশোর ঢাকা রোড শেখহাটি বাবলাতলা এলাকায় অবস্থিত চাঁদ এগ্রো লিমিটেড যশোর ডিপোতে দুঃসাহসিক চুরির ঘটনায় অবশেষে যশোর ডিবি পুলিশের সফল অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ প্রায় এক লাখ টাকা। মঙ্গলবার গভীর রাত থেকে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুঞ্জুরুল হক ভূঁইয়া।
আটক আসামিরা হলেন, যশোর শহরের পুরাতন কসবা বিমানবন্দর সড়ক গোরাপাড়া এলাকার রমেশ দাসের ছেলে উত্তম দাস (৩২) ও ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানা কুড়িপাড়া তালসার বাজার এলাকার নিত্য গোপাল বিশ্বাসের ছেলে ও শহরের বেজপাড়া এলাকার সাধন বিশ্বাস(৩৬)।
ডিবি পুলিশের ওসি মনজুরুল হক ভূঁইয়া সাংবাদিকদের বলেছেন, প্রতিষ্ঠানটির ম্যানেজার সোহেল রানা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি মামলায় উল্লেখ করেন, গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯ টার দিকে অফিস করে তিনি বাসায় চলে যান। পরের দিন বেলা ১১ টার দিকে অফিসে এসে দেখতে পান লকার খোলা এবং সেখানে থাকা পাঁচ লাখ ৭০ হাজার টাকা নেই। পরে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত দায়িত্ব পান যশোর ডিবি পুলিশ। মামলা তদন্ত করতে নেমে যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া বলেন, যশোরের নবনিযুক্ত পুলিশ সুপার রওনক জাহানের নির্দেশে সঙ্গীয় ফোর্স এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি টিম তথ্য প্রযুক্তির সাহায্যে অভিযান চালায়। এ অভিযানে মঙ্গলবার গভীর রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলতদিয়া স্টেশনের ভাই ভাই উজ্জ্বল আবাসিক হোটেলের সামনে থেকে আসামি উত্তম দাসকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি ঘটনার সাথে জড়িত থাকার বিষয় সত্যতা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্য মতে নগদ ৭৯ হাজার ৭৩০ টাকা উদ্ধার ও অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ষ অভিযুক্ত সাধন বিশ্বাসকে (৩৬) যশোর শহরের বেজপাড়া এলাকা থেকে বুধবার ভোরে যশোর ডিবি পুলিশ আটক করে।
আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here