স্টাফ রিপোর্টার : সারাদেশে নারী ও শিশু ধর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে যশোরে পৃথক মানববন্ধন করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বাম গণতান্ত্রিক জোট। গতকাল বুধবার সকাল ১১টায় ও দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলুর নেতৃত্বে সকাল ১১টায় আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, আকস্মিক দেশে নারী ও শিশু নির্যাতন দমন নিপীড়ন বেড়েছে। দীর্ঘ বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতায় নির্যাতিত নারী যথাপোযুক্ত বিচার পাচ্ছেন না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় দুষ্কৃতিকারীরা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। দ্রুত সকল ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। নইলে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠবে।
পরে দুপুর ১২টায় একই দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জোটের নেতাকর্মীরা অংশ নেন। এসময় সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানান জিল্লুর রহমান ভিটু, মাহাবুবুর রহমান মজনু, কমরেড শাহাজাহান কবির প্রমুখ নেতৃবৃন্দ।