মাগুরায় শিশু আছিয়ার দাফন সম্পন্ন

0
37

জেলা প্রতিনিধি : মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত শিশুর দাফন সম্পন্ন হয়েছে। এশার নামাজের পর জানাজা শেষে নিজ আদি নিবাস শ্রীপুরের সোনাইকুন্ডীতে তাকে দাফন করা হয়। এর আগে তার মরদেহ বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মাগুরায় পৌঁছায়। এদিকে শিশুটিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিুব্ধ জনতা। রাত পৌনে ৮টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়।
মৃত্যুর খবরে শিশু আসিয়ার বাড়িতে চলে শোকের মাতম। বাড়িতে প্রতিবেশী গ্রামবাসীসহ আত্মীয়-স্বজন কান্নায় ভেঙে পড়ে। প্রতিবেশীরা তার কবর খননের কাজ পার্শ্ববর্তী সোনাইকুন্ডি গোরস্থানে সম্পন্ন করেন।
এর আগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে আছিয়ার মৃতদেহ নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার মাগুরা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছয়টায় পৌঁছে । সন্ধ্যা সাতটায় মাগুরা শহরের নোমানী ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় ।
এশার নামাজের পর দিত্বীয় জানাজা শেষে নিজ আদি নিবাস শ্রীপুরের সোনাইকুন্ডীতে তাকে দাফন করা হয়।
এদিকে ধর্ষণের অভিযুক্ত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৈষম্য বিরোধী শিার্থীরা শহরে বিােভ মিছিল করে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঘেরাও করে। পরে তারা বিােভ মিছিল নিয়ে শহরের ভায়না মোড়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় ছাত্র-ছাত্রীরা স্লোগানে স্লোগানে ধর্ষকের ফাঁসির দাবি জানায়। পুলিশ ও সেনাবাহিনী কয়েক ঘন্টা নির্বিকার থাকে ছাত্রদের অবরোধ মুখে।
বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাগুরা কমিটির আহবায়ক প্রকৌশলী সেলিম, সদস্য সচিব হোসাইন, সমন্বয়কারী আব্দুর রাকিব ভায়না মোড়ে বক্তব্য রাখেন। তারা দাবি করেন শিশু ধর্ষণের তদন্ত রিপোর্ট দ্রুত দাখিল, দোষীদের জন সম্মুখে বিচার, দ্রুত ফরেন্সিক রিপোর্ট দাখিল, আইন পরিবর্তন করে দ্রুততম সময়ে ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করতে হবে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। আসামিরা শিশুটির বড় বোনের শশুর মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামের হিটু মিয়া (৪২), দুলাভাই সজীব শেখ (২২), তার বড় ভাই রাতুল শেখ ও রাতুলের মা জায়েদা খাতুন এখন পুলিশ হেফাজতে।
উল্লেখ্য, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের ৩য় শ্রেণীর ওই শিশু কয়েক দিন আগে আপন বোনের বাড়ি সদর উপজেলার নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে বেড়াতে আসে। আসার পর থেকেই বোনের শশুর লম্পট হিটু শেখের কুনজরে পড়ে শিশুটি। বুধবার রাতে শিশুটি ঘুমিয়ে থাকলে ভোর রাতে কোন এক সময় শিশুটির গলা চেপে ধর্ষন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here