যশোর অফিস : যশোর শহরতলীর ঝুমঝুমপুর ঈদগাঁপাড়া এলাকায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের নাম আরিয়ান সিকদার অভি ওরফে সামি (২৪)। তিনি যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলা গ্রামের লোকমান হোসেনের ছেলে।
বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে শহরতলীর ঝুমঝুমপুরে ডাক্তার মহিদুল ইসলামের বাড়িতে ভাড়া থাকা অবস্থায় সামি চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেন।
তার বন্ধু শাকিব হোসেন জানান, সামি নেশাগ্রস্ত ছিলেন এবং গত চার বছর ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন। প্রায় দুই বছর আগে ঝিনাইদহ জেলার শোলকৌপা উপজেলায় তিনি বিয়ে করেন। তবে দাম্পত্য জীবনে কলহের কারণে দু’বার আত্মহত্যার চেষ্টাও চালান। ছয় মাস আগে স্ত্রী বাপের বাড়ি চলে গেলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং নেশাগ্রস্ত হয়ে পড়েন।
এরই জেরে বৃহস্পতিবার সকালে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ অপমৃত্যু মামলা হয়েছে।