যশোর অফিস : শুক্রবার যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সাল এর নেতৃত্বে আয়োজিত এ মিছিলের মাধ্যমে যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়।
নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি যশোর শহরের এম এম আলী রোডস্থ বায়তুস সালাম জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব:মোঃ রাজিদুর রহমান সাগর ,সিনিয়র যুগ্ম সম্পাদক: আলী হায়দার রানা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ রবিউল ইসলাম সাবেক সহ-সভাপতি: নির্মল কুমার বিট যশোর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক: শফিকুল ইসলাম সদস্য সচিব: রাজু আহমেদ,যশোর নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক: মোস্তফা তরফদার রয়েল এছাড়াও জেলা ও নগর স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ ও সফলভাবে আয়োজিত এ মিছিলের মাধ্যমে দলের নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে















