শেখ ফসিয়ার রহমান কালিয়া উপজেলা জেলা প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় হাসিম মোল্যা (৩৮) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ওয়ান সুটারগান ও গুলিসহ সিরাজ মোল্যা (৪৪) ও আজিজার শেখ (৫৫) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হাসিম মোল্যার মৃত্যু হয়। নিহতের পক্ষের হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের সিরাজ মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মেহেদী হাসান নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামে ঠান্ডু মোল্যার লোকজন প্রতিপক্ষ জনি মোল্যাসহ তার লোকজনের উপর হামলা চালায়। এ ঘটনায় সংঘর্ষ ঠেকাতে গিয়ে দুইজন পুলিশ সদস্যসহ অন্তত ৮ জন আহত হন। পরে জনি গ্রুপের হাসিম মোল্যা গুরুতর আহত হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সংঘর্ষের পর জনি গ্রুপ পাল্টা হামলার প্রস্তুতি নিলে যৌথ বাহিনী অভিযান চালিয়ে জনি গ্রুপের দুইজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান সুটার গান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
কালিয়া থানার ওসি মোঃ মেহেদী হাসান বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় এবং নিহতের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।