যশোরে সাবেক এমপি শাহীন চাকলাদার সহ তার স্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে দুদক

0
148

যশোর অফিস : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও সন্দেহভাজন লেনদেন হিসাবের গড় মিল পাওয়ায় যশোরের জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও সাবেক এমপি শাহিন চাকলাদার ও তার স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক। সোমবার দায়ের করা এই মামলায় বলা হয়েছে সাড়ে ৫৩ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩৪১ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। দুটি মামলার বাদি হয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো.আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম মামলায় মো.শাহীন চাকলাদারের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৪২ কোটি ৪৬ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ২৯টি ব্যাংক হিসাবে ৩৪১ কোটি ৬১ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।
দ্বিতীয় মামলায় শাহীন চাকলাদারের স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে ১১ কোটি ২০ লাখ টাকার বেশি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। স্বামীর অবৈধ সম্পদে ফারহানা মালা সম্পদশালী হয়েছেন বলে এজাহারে বলা হয়।
আসামিদের বিরুদ্ধে দুদক ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে। শাহীন চাকলাদার যশোর-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। গত জানুয়ারি মাসে দুদকের পৃথক মামলায় শাহীন চাকলাদারকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here