প্রেস বিজ্ঞপ্তি : জনউদ্যোগ যশোরের উদ্যোগে আজ ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার, সকাল ১১
টায় প্রেস ক্লাব যশোর চত্বরে আছিয়া-সহ সকল হত্যা, ধর্ষণ,
নিপীড়নের বিচারের দাবিতে যুগ্ম আহবায়ক অধ্যাপক সুরাইয়া
শরীফের সভাপতিত্বে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, যশোর জেলা কমিটির
সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, যশোর
জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. মাহমুদ
হাসান বুুলু, মহিলা পরিষদ যশোর জেলা কমিটির সহ-সাধরণ সম্পাদক
সুলতানা রহমান জলি, সাবেক ছাত্র নেতা গাজী গোলাম মোস্তফা,
যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন,
বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির
সভাপতি বিভূতোষ রায়, নারী ফোরামের আহবায়ক এ্যাড. সৈয়দা
মাসুমা বেগম, প্রাইডের নিবার্হী পরিচালক উজ্জ্বল কুমার বালা,
জাগরণ উন্নয়ন ফাউন্ডেশনের নিবার্হী পরিচালক মো. জাকির হোসেন
আইইডি যশোর কেন্দ্রের ব্যবস্থাপক বীথিকা সরকার, যুবনেতা সুকান্ত
দাস, কিশোরী শিক্ষার্থী আদরী দাস ও মিম সুলতানা তৃষা।
মানববন্ধনে বক্তারা বলেন মাগুরাতে আট বছরের শিশু আছিয়া ধর্ষণ এবং
চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে। ধর্ষণ ও হত্যার
দৃষ্টান্তমূলক বিচার করা যাতে করে আছিয়ার মতো ঘটনা দেশে না ঘটে।
বর্তমান সমাজে নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য বেড়ে চলছে এর জন্য
পরিবারে নারীর সম্মান ও মর্যাদা নিশ্চিত করা। নারীর প্রতি সকল
বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ করা এবং নারীর প্রতি সকল ধরনের সহিংসতার ও
নির্যাতনের দ্রুত বিচারের দাবি জানানো হয়।
Home
যশোর স্পেশাল আছিয়া-সহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচারের দাবিতে যুগ্ম আহবায়ক অধ্যাপক সুরাইয়া শরীফের...















