রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজের সামনেই গড়ে উঠেছে পৌরসভার বিশাল ময়লার স্তূপ। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে কলেজের শিক্ষার্থী ও সাধারন পথচারীদের। দুর্গন্ধে নাক চেপে চলতে বাধ্য হচ্ছেন সবাই। বুধবার (১৯ মার্চ) স্বরেজমিনে গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে ময়লা ফেলা হলেও এটি সরানোর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এলাকায় দূষণ বেড়েই চলেছে। শিক্ষার্থীরা জানান, দুর্গন্ধের কারণে ক্লাসে মনোযোগ ধরে রাখা কষ্টকর হয়ে উঠছে। পথচারীরাও এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে ভীষণ ভোগান্তির শিকার হচ্ছেন।
একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অন্যথায়, পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকির বিষয়টি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
এমন নাগরিক সমস্যার স্থায়ী সমাধান না হলে চৌগাছার পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন সচেতনরা। তাই এখনই প্রয়োজন কার্যকর পদক্ষেপ।
কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, “আমরা প্রতিদিন এই রাস্তা দিয়ে কলেজে যাই। কিন্তু ময়লার দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। পৌরসভার উচিত দ্রুত এই সমস্যার সমাধান করা।”
এ বিষয়ে চৌগাছা পৌর নির্বাহী কর্মকর্তা আবুল কাশেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থায়ীভাবে যেখানে বর্জ্য রাখার কথা সেখানকার রাস্তার কাজ চলছে। সেকারনে অস্থায়ীভাবে তরিকুল ইসলাম পৌর কলেজের সামনে ময়লা ফেলা হচ্ছে। রাস্তাটির নির্মানকাজ শেষ হলে সমস্যার সমাধান হয়ে যাবে৷