মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতি থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক মোঃ রাজু মোল্লা পাখিমারা গ্রামের মোঃ মোস্তফা মোল্লার ছেলে।১৮মার্চ (মঙ্গলবার) রাতে অভিযান পরিচালনা করে পাখিমারা মসজিদের সামনে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের নির্দেশনায় মাদক বিরোধী অভিযানে এস,আই রফিক ও এএসআই ইকবাল পাখিমারা গ্রামে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য গাজাঁ বিক্রয়ের সময় মোঃ রাজু মোল্লাকে ৩০০ গ্রাম গাজাঁসহ আটক করা হয়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতরাতে অভিযান পরিচালনা করা হয় এ সময় ৩০০ গ্রাম গাঁজাসহ রাজু মোল্লাকে আটক করা হয়।
এই ঘটনায় আটক আসামিকে নড়াইল কোর্টে প্রেরণ করা হয়েছে।