বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্তের নির্দেশ

0
29

স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগর উপজেলায় ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতারের বিরুদ্ধে বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন পুস্প রাণী অধিকারী নামে এক বৃদ্ধা নারী।
অভিযোগকারী পুস্প রাণী অধিকারী বলেন, আমার ভাই নারায়ন চন্দ্র অধিকারী বয়স্ক ভাতাভোগী ছিলেন। তার মৃত্যুর পর সমাজকর্মী রেবেকা আখতার বৌদির নামে বই করার কথা বলে ভাতার বইটি হাতিয়ে নেন। বইয়ে জমা থাকা আট হাজার টাকা আত্মসাৎ করেন এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে বইটি অন্য নামে করিয়ে দেন। তিনি আরও বলেন, আমার মা রেনু বালা অধিকারীর মৃত্যুর পর আমি অসহায় হয়ে পড়েছি। মায়ের বয়স্ক ভাতার বই আমার নামে করার জন্য আবেদন করেছি, কিন্তু রেবেকা আখতার তা করতে অস্বীকৃতি জানান। তিনি বইটি হাতিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন, যাতে টাকার বিনিময়ে বইটি অন্য নামে করিয়ে দিতে পারেন।
স্থানীয়রা জানান, বয়স্ক ভাতার বই নিয়ে অনিয়মের অভিযোগ নতুন নয়। তবে এবার সরাসরি অভিযোগ করা হয়েছে, যা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।
অভিযুক্ত ইউনিয়ন সমাজকর্মী রেবেকা আখতার অভিযোগ অস্বীকার করে বলেন, এ অভিযোগ উদ্দেশ্যমূলক ও বানোয়াট। কয়েক বছর আগের ঘটনা নিয়ে আমাকে ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী বলেন, পুস্প রাণী অধিকারীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুককে দায়িত্ব দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here