যশোরে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

0
228

যশোর অফিস : ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশকৃত প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবিতে যশোরে বিক্ষোভ হয়েছে। আজ সকাল ১১টায় যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শহরের শেখহাটি হাইকোর্ট মোড়ে অবস্থান নিয়ে এ বিক্ষোভ প্রদর্শন করেন।
ঘন্টাব্যাপী বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা জানান, তারা ৪ বছর ডিপ্লোমা করার পর চাকরিতে দশম গ্রেড পান। অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এসে তারা দশম গ্রেডে চাকরি পাবে, এটা যৌক্তিক না। হাইকোর্টের আদেশের ফলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি প্রাপ্তি সংকুচিত হবে। তারা অবিলম্বে হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় ক্লাস, পরীক্ষা বর্জনসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here