মো. বাবলু মল্লিক, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি সরদার আনোয়ার হোসেন, পৌর বি এন পি র সভাপতি শেখ সেলিম হোসেন, জামায়তি ইসলাম পৌর আমির মাওলানা নওশের আলীস,উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস, মাধ্যমিক শিক্ষা অফিসার, মো. শাহজাহান মিয়া, মৎস্য কর্মকর্তা আবু রায়হান, মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।















