নিজস্ব প্রতিবেদক : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে যশোর জেলা
প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন
করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাঙ্গালী জাতি
পাকিস্তানীদের শাসকদের অত্যাচার জুলুমের বিরুদ্ধে
প্রতিরোধ গড়ে তুলেছিল। একারনে দূর্বল করার জন্য ২৫
মার্চ রাতে ৩০ লাখ নিরস্ত্র বাঙ্গালীকে হত্যা করা হয়।
তারপরও এ জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।২৫
মার্চের গন হত্যা দিবসের প্রকৃত ইতিহাস আগামী
প্রজন্মকে জানাতে হবে।
জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য
রাখেন পুলিশ সুপার রওনক জাহান, জেলা পরিষদের প্রধান
নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, জেলা বিএনপির
সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন,
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,
বিশিষ্ট লেখক বেনজিন খান, বীরমুক্তিযোদ্ধা এএইচএম
মুযহারুল ইসলাম মন্টু, বীরমুক্তিযোদ্ধা আফজাল
হোসেন দোদুল, বীরমুক্তিযোদ্ধা সোহরাব হোসেন,
নাগরিক পার্টির দক্ষিনাঞ্চলের সংগঠক সাকিব
শাহরিয়ার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার
আহবায়ক রাশেদ খান প্রমুখ। আলোচনা শেষে রচনা,
আবৃত্তি ও চিতাঙ্কণের বিজয়ী ৩৭ শিক্ষার্থীর মাঝে
পুরস্কার বিতরণ করা হয়।
Home
যশোর স্পেশাল যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা ও পুরস্কার...















