মহান স্বাধীনতা দিবসে মুক্তেশ্বরী নদে মাছের পোনা অবমুক্ত করেছে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল

0
140

৫৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছে যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
২৬ মার্চ ২০২৫ বুধবার দুপুরে শহরতলীর পুলেরহাটস্থ মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মুক্তেশ্বরী নদে বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়।
বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে ছিল তেলাপিয়া, মিনার কার্প, গ্রাস কার্প, রুই, মৃগেল ও কাতলা। একশো কেজির অধিক পরিমান মাছের পোনা ছাড়া হয়। পরবর্তিতে আরও মাছ ছাড়া হবে বলেও জানান কর্তৃপক্ষ।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক, গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বদরুন্নেছা বেগম, আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক মো: ফজলুল হক, চক্ষু প্রকল্পের এজিএম মো: রবিউল হকসহ অন্যান্যরা।
মহান স্বাধীনতা দিবসে এই ধরনের আয়োজন ব্যতিক্রমি এবং অনুকরনীয় বললেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, স্বাধীনতা দিবসে গতানুগতিক কর্মসূচির বাইরে গিয়ে আদ্-দ্বীন একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে। এটি সত্যিই প্রশংসনীয়। তিনি সমাজের বিত্তবানদের উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মকান্ডে অংশ নেয়ার আহবান জানান। এতে সাধারণ মানুষ এবং জেলেরা এসব স্থান থেকে মাছ সংগ্রহ করে খেতে পারবে।
জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে নদীতে প্রতি বছর মাছের পোনা ছাড়া হয় বলে জানালেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো: ইমদাদুল হক। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্বাস্থ্য ঝুঁকিরোধে আমরা সচেষ্ট রয়েছি।
হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বদরুন্নেছা বেগম ও আদ্-দ্বীন চক্ষু প্রকল্পের এজিএম মো: রবিউল হক বলেন, ফারাক্কা বাধের প্রভাবে দেশের নদী গুলো মৃতপ্রায়। সরকারের উচিত এগুলো খনন করে স্বাভাবিক প্রবাহ ঠিক রাখার চেষ্টা করা।
এদিকে দিবসটি উপলক্ষ্যে আলাদা আলোচনা সভা করেছে প্রতিষ্ঠানটি। এদিন সকালে মেডিকেল কলেজের ডা. মো: সালাহ উদ্দিন খান লেকচার থিয়েটারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির আলোচনা করেন উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদির। সভাপতিত্ব করেন অধ্যাপক অধ্যক্ষ ডা. সন্জয় সাহা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও ডিও কোর্স কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন, হাসপাতাল পরিচালক ডা. মো: ইমদাদুল হক, ও আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. ফিরোজা বেগম।
আরও বক্তব্য রাখেন বায়োকেমেস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফা আখতার ও এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো: মোয়াজ্জেম হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here