যশোরে শার্শার কাশিপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

0
221

যশোর অফিস : যশোরের শার্শার কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদের সমাধিতে উপজেলা প্রশাসন ও বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন করেছে।
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাজী নাজিব হাসানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে নূর মোহাম্মদের পরিবারের সদস্যরাও তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শওকত মেহেদী সেতু, ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সহধর্মিণী বেগম ফজিলাতুন নেছা, স্থানীয় দুই নম্বর ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানসহ আরো অনেকে।
এ আয়োজনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি যথাযথ সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
৮টায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে নূর মোহাম্মদের পরিবারের সদস্যরাও তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here