নিজস্ব প্রতিবেদক : প্রীতি,স মেহেদী ইভেন্টস যশোরের উদ্যোগে পৌর
কমিউনিটি সেন্টারে শুক্রবার থেকে আয়োজন করা
হয়েছে তিনদিন ব্যাপি মেহেদী ইভেন্ট -২০২৫।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করে
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব্ধসঢ়; যশোরের সাবেক
সহসভাপতি নূর ইসলাম, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক নজরুল ইসলাম বুলবুল,প্রীতি,স মেহেদী
ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক জেবা হুমায়রা প্রীতি,
আর্টিস প্রমি হাসান, ইশরাত জাহান ইমা, আয়েশা
সুলতানা, জান্নাত বিনতে আতাউল্লাহ, ব্রিজেট
অর্পিতা,মুনা, বীথি, ।
প্রীতি,স মেহেদী ইভেন্টসের ব্যবস্থাপনা পরিচালক
জেবা হুমায়রা প্রীতি জানান এখানে মেহেদীর
ডিজাইন করতে আসলে আমরা বিভিন্ন ধরনের
ডিজাইন করে দেবো। ডিজাইন করে দেয়ার খরচ ৮০
টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত।















