গাংনীতে স্যালোইঞ্জিন চালিত যান উল্টে মাছ ব্যবসায়ী নিহত

0
153

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান ‘আলগামন’ উল্টে জুয়েল রানা (৩২) নামের এক মাছ চাষী নিহত হয়েছেন। শনিবার (৫এপ্রিল) সকাল সাড়ে সাতটায় গাংনী মাছের আড়তে মাছ নিয়ে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মিনহাজ উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে স্যালোইঞ্জিন চালিত অবৈধ যান আলগামনে মাছ নিয়ে গাংনী মাছের আড়তের উদ্দেশ্যে রওনা দেন জুয়েল রানা। পথিমধ্যে চোখতোলা নামক স্থানে পৌঁছুলে আলগামনটির এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সড়কের উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন জুয়েল। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় অক্ষত রয়েছেন আলগামনের চালক।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here