ফুলতলা বিএনপি’র আহবায়ক আবুল বাশারের উপর বোমা হামলায় কয়রায় বিক্ষোভ মিছিল

0
175

কয়রা খুলনা প্রতিনিধি :এম কোহিনূর আলম,খুলনার কয়রা উপজেলায় ৫ এপ্রিল (শনিবার) সকাল ১১ ঘটিকার সময় ফুলতলা বিএনপির আহবায়ক ও ফুলতলা বিএনপির বারবার নির্বাচিত চেয়ারম্যান আবুল বাশারের উপর বোমা হামলার প্রতিবাদে কয়রা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন এক বিশাল বিক্ষোভ মিছিলে আয়োজন করে। উক্ত বিক্ষোভ মিছিলটি কয়রা থানার বিএনপি’র কার্যালয় থেকে শুরু করে কয়রা থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সফলভাবে শেষ হয়। বিক্ষোভ মিছিলের শেষে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য ও কয়রা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এম এ হাসান, বিক্ষোভ মিছিলটিতে আরো উপস্থিত ছিলেন, কয়রা থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান (বেলটু) সাবেক যুগ্ম আহবায়ক আবু সাঈদ বিশ্বাস, সাবেক যুগ্ম আহবায়ক কোহিনুর ইসলাম, বিএনপি নেতা শেখ সালাউদ্দিন লিটন, আবুল বাশার ডাবলু, মনজুর মোরশেদ, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসানুর রহমান, যুগ্ম আহবায়ক আকবর হোসেন, যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম ডাবলু, আসাদুল হক, ইউনুস আলী, কয়রা থানা কৃষক দলের আহবায়ক গোলাম রসুল, সদস্য সচিব আবু সাঈদ মালি,স্বেচ্ছাসেবক দলের ডিএম হেলাল উদ্দিন, ডাক্তার নুর ইসলাম ( খোকা), ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান ও ইমরান হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here