যশোর অফিস : যশোর আইনজীবী সমিতির উদ্যোগে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের ওপর ইসরাইলের অব্যাহত বিমান হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সমিতির ১নং ভবনের সামনে এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবু মর্তুজা ছোট।
সমাবেশে উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর আলম পান্নু, সহকারী সম্পাদক অ্যাডভোকেট সেলিম রেজা, সদস্য অ্যাডভোকেট মৌলতা পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ইসরাইলের বর্বর হামলায় ফিলিস্তিনের নিরীহ জনগণ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। এ অবস্থায় বিশ্ব মুসলিম সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বক্তারা বাংলাদেশ সরকারকে আহ্বান জানান, প্রয়োজনে জনগণের রায় নিয়ে ফিলিস্তিনের মুসলমানদের রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পাঠানোর বিষয়টি বিবেচনা করতে।
তারা আরও বলেন, মহান আল্লাহ যেমন আবাবিল পাখি পাঠিয়ে কাবাঘর রক্ষা করেছিলেন, তেমনি মুসলমানদের রক্ষার জন্যও তিনি সহায় হবেনএ আশাবাদ ব্যক্ত করে মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানান।















