যশোর থেকে ৬টি দেশি অস্ত্র সহ চার কিশোর গ্যাং এর সদস্যকে আটক

0
188

যশোর অফিস : যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকায় মাদক বেচাকেনা এবং নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর চেষ্টার অভিযোগে ৪ কিশোর গাঙ্গের সদস্যকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ৬টি ধারালো দা ও ৩২ পুরিয়া গঁাজা উদ্ধার করেছে। আটককৃতরা যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়ার শহিদুল ইসলামের ছেলে শান্ত ইসলাম, সদর উপজেলার মাহিদিয়া উত্তরপাড়ার ইদ্রিস আলীর ছেলে খালিদ বিন ওয়ালিদ ওরফে নাইম,রেলগেট পশ্চিমপাড়ার শাহীন মোল্লার ছেলে রাকিব হাসান সাদিক ও একই এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে শেখ সোহেল রানা।
এ সময় তাদের সহযোগী শহরের খড়কী কলাবাগান এলাকার মজিবর রহমান ওরফে জাহাঙ্গীরের ছেলে রাজা ওরফে পিচ্চি রাজা পালিয়ে গেছে। আটক কিশোর গ্যাং এর সদস্যদের আসামীদের বিরুদ্ধে সোমবার দিবাগত গভীর রাতে দ্রুত বিচার আইনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর আইনে আলাদা দুটি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here