নড়াইলে ছাত্র আন্দোলনে হামলার ৩টি মামলায় ৪৮ জন কারাগারে

0
138

নড়াইল প্রতিনিধি : নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার লোহাগড়ার থানার তিনটি মামলায় লোহাগড়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোস্তফা কামাল লিওনসহ আওমীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের ৪৮ নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১২ টার দিকে লোহাগড়া আমলি আদালতের বিচারক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা চৌধুরী এ আদেশ দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিঃ পিপি) এডভোকেট আজিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বছরের ৪ আগস্ট নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে হামলার ঘটনায় পৃথক তিনটি মামলায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের মোট ৪৮ জন আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে আদালতের বিচারক সাবরিনা চৌধুরী জামিন আবেদন নামুঞ্জুর করে সকল আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে জামিন শুনানির সময় আদালত চত্বরে সেনাবাহিনী ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পরে আসামিদের জামিন নামুঞ্জুর হওয়ায় সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে তাদের নড়াইল জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here