স্টাফ রিপোর্টার: যশোরের অভয়নগর উপজেলায় গাছচাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার পুড়াখালী গ্রামের মাছের ঘেরের পানির মধ্যে দাঁড়িয়ে করাত দিয়ে গাছকাটার সময় গাছচাপা পড়ে তাঁর মৃত্যু হয়।
ওই শ্রমিকের নাম শরিফুল ইসলাম মোড়ল (৩২)। তিনি উপজেলার দেয়াপাড়া গ্রামের মমিন মোড়লের ছেলে। পাশেই উপজেলার শংকরপাশা গ্রামে বাড়ি করে সেখানে তিনি বসবাস করতেন।
গাছকাটার অন্য শ্রমিকদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকাল ১১টার দিকে শরিফুল ইসলাম মোড়ল আরও চারজন শ্রমিক নিয়ে পুড়াখালী গ্রামের ফজলুর রহমানের মাছের ঘেরের পাড়ের মেহগনি গাছ কাটছিলেন। শরিফুল ইসলাম মোড়ল এবং আর একজন শ্রমিক মাছের ঘেরের পানির মধ্যে দাঁড়িয়ে করাত দিয়ে একটি গাছের গোড়া কাটছিলেন। গাছকাটার প্রায় শেষ পর্যায়ে গাছটি ঘেরের পাড়ের গোড়ার মাটিসহ উপড়ে পানির মধ্যে পড়ে। এতে শরিফুল ইসলাম মোড়ল পানির নিচে গাছচাপা পড়েন। প্রায় ৩০ মিনিট চেষ্টা করে সকাল সাড়ে ১১ টার দিকে তাঁর সাথে থাকা শ্রমিকেরা পানির নিচ থেকে থেকে তাঁকে উদ্ধার করেন। এরপর দুপুর ১২টার দিকে তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক এসময় তাঁকে মৃত ঘোষণা করেন।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মরিয়ম মুনমুন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
অভয়নগর উপজেলার পাথালিয়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক(এসআই) মো. বায়েজীদ মোল্লা বলেন, অন্য একজন শ্রমিককে নিয়ে মাছের ঘেরের পানিতে দাঁড়িয়ে করাত দিয়ে মেহগনি গাছ কাটার সময় গাছ উপড়ে পানিতে পড়ে। এতে পানির মধ্যে গাছচাপা পড়ে শ্রমিক শরিফুল ইসলাম মোড়ল মারা যান। এ ব্যাপারে অভয়নগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।















