কাগজ সংবাদ : ফিলিস্তিনে দখলদার ইসরাইলী বাহিনীর হত্যাযজ্ঞের
প্রতিবাদে আহলে হাদিস আন্দোলন ও বাংলাদেশ
আহলে হাদিস যুবসংঘ মানববন্ধন, বিক্ষোভ মিছিল
এবং সমাবেশ করেছে। শুক্রবার জুম্মার নামাজের পর
যশোর শহরের ষষ্টিতলা টাউন আহলে হাদিস জামে
মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল
নিয়ে প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত হয়
বিক্ষোভ সমাবেশ। সমাবেশে বক্তারা ফিলিস্তিনে
মুসলিম হত্যাযজ্ঞ বন্ধে বাংলাদেশ সরকারসহ বিশ্ব
সংস্থা সমুহের কাছে কর্যকরী ব্যবস্থা গ্রহণের
আহ্বান জানান। একই সাথে দখলদার ইসলাইলের
বিরুদ্ধে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে
তোলার আহ্বান জানানো হয়। এসময় বক্তব্য রাখেন
বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যশোর সংগঠনিক
জেলার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, নিরাপদ রক্তদান
সংস্থা আল আওন যশোর সংগঠনিক জেলার সাধারণ
সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, আহলে হাদিস
পেশাজীবী ফোরাম যশোর জেলা আহ্বায়ক কমিটির
সদস্য মোহাম্মদ ইকবারুজ্জামান খান।















