যশোরে ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ দুইজনকে আটক

0
139

যশোর অফিস : যশোর শহরতলীর শেখহাটি আদর্শ পাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে নারীসহ দুইজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার বিকেলে এঘটনা ঘটেছে। ওই এলাকার প্রফেসর সাঈদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন অভয়নগরের ধলীগাতি গ্রামের কামরুল হোসেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।
কোতোয়ালি থানা পুলিশ কামরুলের ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট কারসহ বাসাটি তল্লাশি করে। অভিযানে উদ্ধার করা হয় গাড়ির বিভিন্ন নাম্বারের কয়েকটি প্লেট, ধারালো দা ও ছুরি, তালা কাটার যন্ত্রসহ ডাকাতির প্রস্তুতির বিভিন্ন সরঞ্জাম।
অভিযানকালে আটক করা হয় গাড়িচালক ঝালকাঠির সুলতান এবং কামরুলের স্ত্রী পারুল বেগমকে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, “তারা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ বিষয়ে আমরা তদন্ত চালাচ্ছি।” পলাতক কামরুলকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here