যশোরে মাসব্যাপী বানিজ্য মেলা শুরু

0
366

স্টাফ রিপোর্টার, যশোর থেকে : যশোর মুন্সি মেহেরুল্লাহ ময়দানে শুরু হয়েছে
মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল
আউয়াল মিন্টু গতকাল দুপুরে এই মেলার উদ্বোধন করেন। এসময় যশোরের জেলা
প্রশাসক আজাহারুল ইসলাম, পুলিশ সুপার মিস: রওনক জাহান, যশোর চেম্বার অব
কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক
তানভিরুল ইসলাম সোহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন
খোকন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা যুবদলের
সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক
গোলাম রসুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খানসহ
অনেকে উপস্থিত ছিলেন।
মেলা উদ্বোধন করে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয়
ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি
বাতিল করায় কোনও প্রভাব পড়বে না’ । ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারত হয়ে
তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য যেত, ভারত সেই চুক্তি বাতিল করাতে আমাদের দেশে
তার কোনও প্রভাব পড়বে না। বরং আমাদের যে এয়ারপোর্ট তৈরি হচ্ছে, সেটাকে
কাজে লাগিয়ে সক্ষমতাকে আরও বাড়িয়ে তোলা যাবে।’ভারত হঠাৎ করে বাংলাদেশের
জন্য সড়কপথে পণ্য রফতানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে আমাদের দেশকে
বেকায়দায় ফেলার যে গভীর চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করেছে তা কোন ভাবেই যেন সফল না
হয় সেই জন্য আমাদের দ্রুত বিকল্প চিন্তা ও কাজ শুরু করতে হবে।
তিনি আরও বলেন, ‘দেশে বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। বিনিয়োগ বৃদ্ধি না হলে
দেশের কোনও উন্নয়নই হবে না।
ব্যবসা-বাণিজ্যের প্রসারের লক্ষ্যে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত দেশি
পণ্যের পরিচিতি লাভের জন্য যশোরে এই শিল্প ও বাণিজ্য মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে
বিএনপি একটি গণতান্ত্রিক সরকারের জন্য আন্দোলন করছে। একটি গণতান্ত্রিক
সরকার ছাড়া দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয় এবং দেশের
বৈষম্যও কমবে না। বর্তমান সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই।
ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুনাফা সমাজ
উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। সামাজিক বিনিয়োগ আর্থিক বিনিয়োগের
পূর্বশর্ত। এমন বিনিয়োগ প্রয়োজন, যা কর্মসংস্থান সৃষ্টি করবে। তিনি
আরও বলেন, উৎপাদনশীলতা বাড়লে দেশ উন্নত হবে। রাজনীতি ও অর্থনীতি আলাদা
নয়, বরং রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। দেশের বৈষম্য কমাতে হলে
রাজনীতিকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন।
দীর্ঘ দিন পর যশোর চেম্বারের উদ্যোগে এ জাতীয় মেলার আয়োজন করায় যশোরের
ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছ্ধেসঢ়; এই মেলায় দেশের বিভিন্ন
প্রান্তের দুই শতাধিক পণ্যের স্টল সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here