ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও র‍্যালি

0
164

যশোর প্রতিনিধি : অসহায় ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে যশোরের কেশবপুরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে যশোর জেলা জমঈয়তে আহলে হাদীস ও তাদের অঙ্গসংগঠন জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদ র‍্যালিটি কেশবপুর আহলে হাদীস জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাজীর মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে শত শত নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি অধ্যাপক আহম্মদ আলী,সেক্রেটারি মোঃ মোরশেদ আলম, সহ-সেক্রেটারি অধ্যাপক তৌহিদুল ইসলাম এবং শুব্বানের জেলা সভাপতি মাওলানা শাইকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান।
এই কর্মসূচির মধ্য দিয়ে মুসলিম বিশ্বের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here