যশোরে বাংলা নববর্ষ বরণ, অশুভ শক্তিকে রুখে দেয়ার প্রত্যয়’

0
169

স্টাফ রিপোর্টার : জীর্ণতাকে পিছনে ফেলে সমৃদ্ধির আহ্বান আর অশুভ শক্তিকে রুখে দেওয়ার প্রত্যয়ে যশোরে চলে বাংলা নববর্ষ বরণের নানা অনুষ্ঠান। বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হয় নতুন বঙ্গাব্দ ১৪৩২ কে । অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি লালন এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন অনুষ্ঠানের আয়োজকরা। বর্ষবরণ উপলক্ষে সকাল থেকে শুরু হয় নানা কর্মসূচি। অনুষ্ঠান মঞ্চ থেকে বৈশাখি সাজ, এমনকি আপ্যায়ন সব কিছুতে ছিল বিশেষ বৈচিত্র। সকাল ৬টা ৩১ মিনিটে টাউনহল মাঠের রওশন আলী মঞ্চে বর্ষবরণের আয়োজন করে সুরবিতান সংগীত একাডেমি, পৌর পার্কে উদীচী, মুসলিম একাডেমি মাঠে পুনশ্চ, নবকিশলয় স্কুল মাঠে বিবর্তন ও সুরধূনী সংগীত নিকেতন, জেলা পূজা উদযাপন পরিষদসহ অন্যান্যা সংগঠন নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বর্ষবরণে শোভাযাত্রা বের করে জমায়েত হয় যশোর কালেক্টরেট চত্বরে। সেখান থেকে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে সকল সাংস্কৃতিক সংগঠন ও অন্যান্য সংগঠনের সম্মিলিত আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় যশোরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন বয়সী মানুষ নৃত্য-গীতের মাধ্যমে অংশ নেন। উপস্থিত ছিলেন মঙ্গল শোভাযাত্রার স্রষ্টা চিত্রশিল্পী মাহবুব জামাল শামীম। তাকে জেলা প্রশাসনের আয়োজন থেকে সংবর্ধিত করা হয়। বর্ষবরণের আনন্দ শোভাযাত্রাটি কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। এদিকে জেলা প্রশাসকের বাংলোতে বর্ষ বরণ উপলক্ষে চলে আমন্ত্রিত অতিথি আপ্যায়ন। শোভাযাত্রা শেষে সেখানেও হয় মিলন মেলা। এ আয়োজনে অংশ গ্রহকারীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, পুরানো দিনের গ্লানি-ভয়-সংকোচ আর প্রবল প্রতিবন্ধকতা উপেক্ষা করে বাঙালি এগোবে দীপ্ত পদভারে, আজ তো সেই প্রত্যাশার দিন।’
শোভাযাত্রায় চারুপীঠসহ বিভিন্ন সংগঠনের ছিল নান্দনিক অংশগ্রহণ। দিনব্যাপীই চলে নানা আয়োজন। বিকেল থেকেই পৌর পার্কে উদীচীর, মুসলিম একাডেমিতে পুনশ্চের, নবকিশলয় স্কুল মাঠে বিবর্তন ও সুরধুনীর অনুষ্ঠান চলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here