যশোর অফিস : ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত যশোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধকালীন এফএফ স্পেশাল গ্রুপ কমান্ডার ৭১,সাবেক জেলা কমান্ডার এইচ এম মুযহারুল ইসলাম (মন্টু)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খান, সাবেক সদর উপজেলা কমান্ডার আফজাল হোসেন দোদল, সাবেক জেলা ডেপুটি কমান্ডার আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা কমান্ডার কাজী আব্দুর সবুর হেলাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, এবং সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল আলমসহ আরও অনেক মুক্তিযোদ্ধা।
আলোচনা সভায় বক্তারা মুজিবনগর সরকারের গঠন,ভূমিকা ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। কাজী আব্দুর সবুর হেলাল বলেন,’মুজিবনগর সরকার ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। আমরা সবাই একবাক্যে বলি, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।’’
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বলেন,“যে সময় আমরা পার করেছি তা ভাষায় প্রকাশ করা কঠিন। বঙ্গবন্ধু ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস অসম্পূর্ণ। ভারতীয়রা বলেছিলেন, যদি সরকার না গঠন করা হয়, তাহলে সাহায্য করতে পারবে না। এরপরই শুরু হয় মুজিবনগর সরকার গঠনের প্রক্রিয়া।”
সাবেক জেলা কমান্ডার রফিকুল আলম বলেন, “মুক্তিযোদ্ধাদের ইতিহাস কারো দয়ার উপর নির্ভর করে না। যারা ৭১ এ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা রাজাকার ছিল। আজ যারা মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করছে, তারাও সেই একই ধারা বহন করছে।”
সভায় মুক্তিযুদ্ধকালীন ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা বলেন, ১০ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের দিকনির্দেশনায় মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ ও গার্ড অব অনার প্রদান করা হয়।
বক্তারা আরও বলেন,“যদি মুজিবনগর সরকার গঠন না হতো, তাহলে মুক্তিযোদ্ধারা সন্ত্রাসী হিসেবে পরিচিত হত। আজও মুক্তিযুদ্ধের আদর্শ ধরে রাখতে হবে। ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
আলোচনা সভার সমাপ্তিতে উপস্থিত সকলেই “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানে উচ্ছ্বসিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।















