তিন উপদেষ্টার যশোর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

0
229
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক : আগামী ২২ এপ্রিল স্বরাষ্ট্র উপদেষ্টা, বন ও জলবায়ু
পরিবর্তন বিষয়ক উপদেষ্টা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
উপদেষ্টা যশোরে আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
হয়। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার কালেক্টরেট সভা
কক্ষ অমিত্রাক্ষরে এ সভার আয়োজন করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম
জানান, সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তেঁজগাও
বিমানবন্দর হতে যশোরের নওয়াপাড়া সরকারি কলেজ মাঠে
নামবেন। সেখানে কলেজ সম্মেলন কক্ষে সকাল ১০টা ২০
পর্যন্ত লাইট রিফ্রেশমেন্ট ও সেনাবাহির ব্রিফিং,
সকাল ১০ টাূ ২০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিটের
মধ্যে নওয়াপাড়া সরকারি কলেজ থেকে ভবদহ সুইচ
গেইট এলাকার উদ্দেশ্যে যাত্রা, ১০টা ৪০ থেকে বেলা ১২
টা ৪০ মিনিট পর্যন্ত ভবদহ সুইচ গেইট এলাকা
পরিদর্শন ও প্রেস ব্রিফিং, ১২ টা ৪০ থেকে বেলা
মিনিট পর্যন্ত দুপুর দেড়টা পর্যন্ত ভবদহ সুইচ গেইট
এলাকা হতে যশোরের উদ্দেশ্যে যাত্রা। বিকাল ৩ টা থেকে
৪টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সশস্ত্র
বাহিনী, পুলিশ সুপার, ল্যাব, বিজিবি, কোষ্টগার্ড,
আনসার,কারা অধিদপ্তর ফায়ার সার্ভিস, পাস পোর্ট
অধিদপ্তরর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের
আওতাধীন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাথে
মতবিনিময় সভায় অংশ গ্রহণ।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রওনক জাহান,
র‌্যাব-৬এর স্কোয়াড্রন লীডার মো. রাসেল , বিজিবির
মেজর ফারজিন ফাহিম সহ বিভিন্ন সরকারি দফতরের
কর্মকর্তা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here