যশোরে স্বাস্থ্য খাতে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিকারে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত

0
124

যশোর অফিস : শনিবার সকালে যশোর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে “স্বাস্থ্য খাতে লিঙ্গভিত্তিক সহিংসতার (GBV) প্রতিক্রিয়া” শীর্ষক একটি অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সিভিল সার্জন ডা. মাসুদুর রহমান এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। কর্মশালায় আরও অংশ নেন জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনিক কর্মকর্তা।
বক্তারা বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা একটি গুরুতর সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যা, যার প্রতিকারে স্বাস্থ্য খাতের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী ও কন্যাশিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের পাশাপাশি স্বাস্থ্যসেবা কর্মীদের সচেতনতা এবং সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য।
কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন এবং স্বাস্থ্য খাতে GBV প্রতিক্রিয়ায় করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের উদ্যোগ মাঠপর্যায়ে সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে, যা লিঙ্গভিত্তিক সহিংসতা মোকাবেলায় কার্যকর অবদান রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here