বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

0
137

বাগআ্ঁচড়া প্রতিনিধি।।যশোরের শার্শার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(২০ এপ্রিল)সকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোর কর্তৃক অনুমোদিত ওই স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদ এডহক কমিটির প্রথম সভা উক্ত প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা প্রথমে নবগঠিত এডহক কমিটির সভাপতি রিতা আক্তারকে বরণ করে নেন।
পরে ওই কমিটির অভিভাবক সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি গিয়াস উদ্দিন ও সদস্য সচিব ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহানারা খাতুনকে ও বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,সিনিয়র সহসভাপতি জামাল হোসেন,মিকাইল সোহেন মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু,সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক-কর্মচারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here