গাংনীর কাজীপুর বিএনপির সম্মেলন বন্ধের দাবিতে মশাল মিছিল

0
384

মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনী উপজেলায় সম্মেলন বন্ধের দাবিতে মশাল মিছিল করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। রবিবার (২০এপ্রিল) রাত ৮ টার দিকে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু।
সোমবার (২১এপ্রিল) গাংনী উপজেলার ৩ নম্বর কাজিপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন হওয়ার কথা। এ কমিটি গঠনের মাধ্যমে কাজীপুর ইউনিয়ন বিএনপিতে সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করার অভিযোগ তুলে কাজিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে হাড়াভাঙ্গা গ্রামে এ মিছিল বের করে। মিছিলে মেহেরপুর জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমানসহ কাজীপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here